
সামিন রহমান, আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে গতকাল মঙ্গলবার সিরিয়ায় সরকারপন্থী বাহিনীর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, এই ঘটনার কারণে একজন নারী, তিন কুর্দি-সমর্থিত সেনা এবং ২১ জন সরকারপন্থী বাহিনী নিহত হয়েছে।
ঘটনাটি দুই দিন আগে ঘটেছিল দেবান এলাকায়, যেটি মূলত আরব অধ্যুষিত।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ), একটি মার্কিন সমর্থিত কুর্দি মিলিশিয়া, বন্দুকধারীরা নিয়ন্ত্রণ অঞ্চলে আক্রমণ করে, তাদের তাড়িয়ে দেয় এবং এই মাসের শুরুর দিকে আরব জাতিগত সংখ্যালঘুদের সাথে সংঘর্ষে ৯০ জন নিহত হওয়ার ফলে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.