
মো. কামাল হোসেন, জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম জাহিদ ইকবাল গত ২৭.০৯.২০২৩ খ্রিঃ অপরাহ্নে ০৩(তিন) দিনের অনুমতি ছুটিতে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করেন।
পরবর্তীতে অদ্য ২৮.০৯.২০২৩ খ্রিঃ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় জানা যায় যে, তিনি সপরিবারে মাইক্রোযোগে সীতাকুন্ডু ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়ে চট্রগ্রাম জেলাধীন মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ নামক স্থানে পৌঁছালে অদ্য ২৮.০৯.২০২৩ খ্রিঃ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকায় মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ পরিদর্শক(নিঃ) এস এম জাহিদ ইকবাল সহ তার পরিবারের ০৭(সাত) জন সদস্য গুরুত্বর ও সাধারণ জখম প্রাপ্ত হন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত ব্যক্তিদেরকে সীতাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং পরিবারের অন্যদের উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম জাহিদ ইকবাল যশোর জেলার সদর থানাধীন রামনগর সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গত ১০.০৩.২০০৬ খ্রিঃ বাংলাদেশ পুলিশ বাহিনীতে আউট সাইড ক্যাডেট হিসেবে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২০১৬ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। তার স্ত্রী পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব সৈয়াদা রেশমা খানম বর্তমানে কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত। তিনি সাংসারিক জীবনে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জনক। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়; জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, সম্মানিত ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয় এবং জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার চুয়াডাঙ্গাসহ বাংলাদেশ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবুন্দ গভীর শোক প্রকাশ করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.