ওমর ফারুক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ভাবগাম্ভীর্যের সাথে আল্লাহ তায়ালার প্রিয় হাবীব মুসলিম উম্মাহের রহমত হজরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিন উপলক্ষে বিশাল জশনে-জুলুসের আয়োজন করেছে জেলার ধর্মপ্রাণ মুসলমানগণ।

বৃহঃবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের বাসাইল পেশোয়ারী দরবার শরীফ হতে আহলে সুন্নাত ওয়াল জামাত নরসিংদী জেলার সভাপতি, আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী পেশোয়ারীর নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সহ জেলার ইসলামি সংগঠন গুলোর সমন্বয়ে আয়োজিত জশনে-জুলুসে জেলার ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।

এসময় প্রায় ৩কিলোমিটার লম্বা র্যালিটি শহরের বাসাইল থেকে শুরু করে শাপলা চত্বর, শালিধা নতুন বসাস্ট্যান্ড, পৌরসভা মোড়, আর্শীনগর, শিক্ষাচত্বর ও জেলখানার মোড় হয়ে পূনরায় দরবারে পেশোয়ারীর সামনে এসে শেষ করার পর সেখানে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায় পীরজাদা কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাসাইল গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম আল কাদরীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবারের সাহেবজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারি, গাউছিয়া কমিটি বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি আলহাজ্ব আবুল হুসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুদ্দিন আহমেদ সহ আলেমসমাজ।
আলোচনা সভার পর মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

