
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ৫ রোহিঙ্গা এসে ভোটার আইডি কার্ড করতে গিয়ে ৮ জন আটক । এ ঘটনায় সহযোগী আরও ৩ নাগরিক আটক করেন ফুলপুর থানার পুলিশ।
ফুলপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি এরশাদ হোসাইন লিমন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানার সহযোগিতায় ফুলপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পরিচয় গোপন রেখে
অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা লিখে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছে।
বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাচন অফিস ফুলপুর থানার পুলিশ কে জানান। এ সময় ফুলপুর থানার এস আই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ আজ বুধবার বিকালে ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয় এ সময় আটক করেন ৫ রোহিঙ্গা সহ ৮ জন। আটকৃতরা হলেন আব্দুর রহমান (২০),পিতা কলিমুল্লাহ, মাতা-আমেনা টেকখালী ক্যাম্প, উখিয়া, কক্সবাজার,
এনামুল্লাহ (২৩),পিতা-আমানুল্লাহ, মাতা-শাহজান, কতুবপালং ক্যাম্প -১২, কক্সবাজার, মোঃ মজিবর (২১), পিতা- হাজী সৈয়দ আলী, মাতা-মোছাঃ খোদেজা বেগম,
টেকখালী ক্যাম্প-১২,উখিয়া, কক্সবাজার, মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা- মোঃ আব্দুল কালাম, মাতা-মোছা ইয়ামীন, সাবগন, টেকনাফ, কক্সবাজার, মোঃ নুর কামাল(১৯), পিতা- মোঃ নুর মোহাম্মদ, মাতা- হাজেরা বেগম, জাড়িমুড়া ক্যাম্প -২৭, টেকনাফ, কক্সবাজার।
এ ঘটনার সাথে জড়িত বাংলাদেশী ৩ নাগরিককে আটক করা হয়। তারা হলেন মোঃ সিয়াম (২০) পিতা- মোঃ হাছেন আলী মাতা- ফজিলা, সাং বানিয়াছিট, থানা- সখিপুর,
মোঃ সিরাজুল (১৯) পিতা- মৃত লতিফ, মাতা- মোছাঃ সেফালী, সাং চর গোপিনপুর, থানা- ঘাটাইল, মোঃ ফরিদ(১৯),পিতা- আবুল হোসেন, মাতা- শরবানু, সাং শরবানু, সাং গাংগাইর দক্ষিণ পাড়, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল ।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় আটক ৫ রোহিঙ্গাসহ সহযোগী ৩ নাগরিক কে জিজ্ঞাসা চলছে।
তাদেরকে কে বা কারা ভোটার আইডি কার্ড করতে সহযোগিতা করছেন এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন । বর্তমানে তারা ফুলপুর থানায় হেফাজতে রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.