ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
২৭ সেপ্টেম্বর, বুধবার সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজ্রিস্টেট জনাব মিল্টন বিশ্বাস মহোদয়ের নেতৃত্বে কেরানীহাটে ও মৌলবীর দোকানে মোর্বাইল কোর্ট পরিচালিত হয়।
কেরানীহাটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় সততা ফার্মেসীকে ১০০০০ টাকা, ইসলামিয়া ফার্মেসীকে ২০০০টাকা, সাফা ফার্মেসীকে৮০০০ টাকা, মূল্য তালিকা না থাকায় আল আমিন ষ্টোরকে ৩০০০ টাকা,নিউ জামির ষ্টোরকে ৫০০০টাকা এবং মৌলবীর দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য মদিনা হোটেলকে ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট বিভিন্ন অপরাধে ৬টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩২০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ছরওয়ার কামাল।
এসময় সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসের কর্মচারীবৃন্দ ও পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্য গণ।

