
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনে নৌকার মাঝি হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে নিয়মিত জনসভা করে আসছেন বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
সোমবার বিকেলে ২রা অক্টোবর এনায়েতপুর গোপরেখী ফুটানি মার্কেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় ৪ নং দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এবারের নির্বাচন হবে হাড্ডা হাড্ডি লড়াই, তাই নৌকার মাঝি হতে হবে যৌগ্য ও জনবান্ধব। নৌকাকে বিজয়ী করতে হলে সঠিক ও ত্যাগি বাইছাল দরকার তাহলেই বিজয়ী হবে শেখ হাসিনা সরকার। এবার অযোগ্য ও জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দিয়ে পাঠালে নৌকাকে বিজয়ী করা সম্ভব হবে না। তাই যৌগ্য ও জনবান্ধব প্রার্থীকে মনোনয়ন দিয়ে পাঠানোর আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক সরকার , বেলকুচি উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, পৌর মহিলা কাউন্সিলর নারগিস খাতুন উষা,৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান ফজল সহ অত্র গ্রামের মুরুব্বি ও বিশিষ্ট সমাজ সেবকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.