ওমর ফারুক
নুর মোহাম্মদ-রোকন (উলিপুর)কুড়িগ্রাম:
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ০৬ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
উলিপুর থানা পুলিশ কর্তৃক অদ্য ০৩ অক্টোবর রাত্রি আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন দক্ষিণ উমানন্দ সরাই পাড় এলাকা থেকে চিলমারী থানাধীন জোরগাছ নতুন বাজার এলাকার মোঃ নুর হোসেন (৩৬), পূর্ব বজরা গ্রামের মোঃ নুর ইসলাম (৪২) মোঃ হোসেন আলী (২৮), মোঃ আলম বাদশা (৪৫) খামার বজরা গ্রামের মোঃ ইসমাইল হোসেন (৩২) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মাদারী পাড়ার মোঃ জাহিদুল ইসলাম (৩৫) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি।
নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

