ওমর ফারুক
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে( ২)অক্টোবর সোমবার দুপুর বেলা পুলিশ কনস্টেবল মোঃ ফরিদুল আলম ও পরিছন্ন কর্মী রতন ভূই মালি, দুই জন কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়, অনুষ্ঠানটি থানা হল রুমে অনুষ্ঠিত হয় , কনস্টেবল মোঃ ফরিদুল আলম এর বাড়ি হালুয়াঘাটের গজারিয়া ইউনিয়ন পুলিশে দীর্ঘ ৩৩ বছর চাকুরী জীবন শেষ করে অবসর জনিত বিদায় নিচ্ছেন।
বিদায় বেলা তার ৩৩ বছরের বর্নাঢ্য চাকুরী জীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য মোঃ আতাহারুল ইসলাম তালুকদার এ এসপি সার্কেল ফুলপুর সকল পুলিশদের সাথে ফুলপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ইন্সপেক্টর তদন্ত ওসি বন্দে আলী এবং সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, এস আই বকুল সাহা, এস আই মোস্তাক আহমেদ, এস আই শাহাদাত হোসেন মুন্না, এস আই মোফাখখির উদ্দিন এস আই আব্দুল খালেক, এ এস আই শহিদ সহ ফুলপুর থানার সকাল অফিসার এসময় উপস্থিত ছিলেন, থানা হলরুমে বিদায়ী প্রার্থীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
এসময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলপুর থানার বিভিন্ন অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ের অফিসারদের স্মৃতিচারণ মুলক বক্তব্য শেষে বিদায়ী প্রার্থীর বক্তব্য শুনে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
বিদায়ী পুলিশ সদস্য কে এ এসপি আতাহারুল ইসলাম তালুকদার ও ওসি আব্দুল্লাহ আল মামুন সহ সকল পুলিশ সদস্য ফুলেল শুভেচ্ছা সহ শুভেচ্ছা উপহার প্রদান করে তাকে সম্মাননা জানান।

