সম্পাদক

আব্দুর রউফ আশরাফ , হবিগঞ্জ প্রতিনিধি:

বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কর্মরত কর্মকর্তাদের সাথে নবাগত ইউএনও মোঃ মাহবুবুর রহমানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরোমে এ সভা অনুষ্ঠিত হয়।

বানিয়াচং পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাবস্হাপক সুদীপ কান্তি দেব এর পরিচালনায় নবাগত ইউএনও মোঃ মাহবুবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, কোন মানুষকে কষ্ট দেয়া যাবে না।আমরা এসেছি জনগণের সেবা করার জন্য। সেবক হিসেবে কাজ করবো,জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।আর জনগণের সেবক হিসেবে থাকতে চাই। তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বানিয়াচং উপজেলাকে ডিজিটাল স্মার্ট বানিয়াচং উপজেলা হিসেবে গড়তে চাই। উন্নয়নের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে সেবার মান উন্নয়নে আমরা চিহ্ন রেখে যেতে চাই বলে উপস্থিত সকলের প্রতি তিনি আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ নাজমুল হাসান, ওসি দেলোয়ার হোসেন, এলজিডি কর্মকর্তা আল নুর তারেক, কৃষি অফিসার জনাব এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন অফিসার জনাব সৈয়দ কামরুল হাসেন, পশু সম্পদ ও সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমান, তথ্য আপা কর্মকর্তা নুপুর রানী মহন্ত প্রমূখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।