
সৈয়দ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে নাশকতা মামলায় জামায়াতের নরসিংদী শহর শাখার আমির মো. আজিজুর রহমানসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নরসিংদীতে গত ২৯ জুলাই-২০২৩ ইং সংঘঠিত নাশকতা মামলায় রুজুকৃত মামলা নং ৫৩ এর ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ২৫ ডি এর তদন্তে গ্রেফতারকৃত আসামি আজিজুর রহমান (৪৫) পিতা, ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহাজ উদ্দিন (রায়পুরা), নাসির আহমেদ রিগান (৩০) পিতা: সাহাব উদ্দিন(নরসিংদী সদর),নরসিংদী শহর শাখার কর্ম পরিষদের সদস্য আমজাদ হোসেন (৫২), পিতা-মৃত আঃ মান্নান(নরসিংদী), নরসিংদী জেলা জামায়াতে ইসলামের সদস্য মোস্তফা মিয়া (৪৭), পিতা- মৃত আঃ ওদুদ, জামায়াতে ইসলামীনরসিংদী শহর শাখার সদস্য হাবিব হাসান (৩৫), পিতা-মোঃ বিল্লাল হোসেন (নরসিংদী)দের গ্রেফতার করে পুলিশ।
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল সোহাগ ও নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স এর বিশেষ অভিযানে নরসিংদী শহরের ভেলানগর, শালিধা, গাবতলী, বাসাইল, চিনিশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।
এসময় ব্রিফিংয়ে রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার নরসিংদী জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.