সম্পাদক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে এলডিডিপি প্রকল্পের আওতায় পিজি সদস্যদের মাঝে পরিবেশ বান্ধব দেশি মুরগীর সেড ও উপকরণ বিতরণ করা হয়েছে ।বুধবার দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামে দেশি মুরগীর প্রাণিসম্পদ পিজি কৃষক মাঠ স্কুলে এলডিডিপি প্রকল্পের আওতায় ৩০ জন পিজি সদস্যদের মাঝে পরিবেশ বান্ধব দেশি মুরগীর সেড, উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মারুফ দস্তেগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, যে ৩০জন সুবিধাভোগী আমাদের কাছ থেকে জলবায়ু সহিষ্ণু ঘরগুলো পেলো তা বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শিতা ও চিন্তাভাবনার ফসল। প্রাণি সম্পদকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে স্মার্ট প্রাণি সম্পদের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। প্রাণিজ প্রোটিনের প্রধান উৎস হলো ডিম,দুধ ও মাংস। তাই দেশী মুরগীকে যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে তারা লাভবান হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নতি ও স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজ উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন, উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা.মাহফুজুর রহমান, গোতাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত রবিন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্র প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এলএসপি কল্যাণ পরিষদের সভাপতি খাদেমুল ইসলাম। অনুষ্ঠান শেষে এলডিডিপি প্রকল্পের সহযোগীতায় ৩০জন সুবিধাভোগী পিজি সদস্যদের মাঝে স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশ বান্ধব ৩০ টি দেশি মুরগীর ঘর ও ২টি ফ্লোর ব্রাশ,২টি ফিডার,২টি ড্রিংকার,১টি ডাস্টপ্যান ও ১টি প্রেসার স্পেয়ার বোতল বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,পিজি সদস্যগণ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।