সম্পাদক

শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় জেসমিন (২৩) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার সকালে চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূর বাবার বাড়ি নেত্রকোনা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মুঠো ফোনে পরিচয় হয়ে কয়েক মাস পূর্বে বন্দটেকী গ্রামে আশিকুর রহমান লাদেন এর সাথে তাদের বিয়ে হয়।

তবে কী কারণে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কারণ কেউ বলতে পারছেন না। চন্দ্রকোনা থানার (আইসি) আবু সাইম বলেন, ঘটনাস্থল থেকে লাস উদ্ধার করে নকলা থানায় প্রেরণ করা হয়েছে, শিঘ্রই মর্গে পাঠানো হবে এবং মামলা পক্রিয়াধীন রয়েছে।