
নিউজ ডেস্ক:
বুধবার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক কর্মশালায় সংলাপ প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সবাইকে এক করা আমাদের কাজ না। তারপরও সবাইকে নিয়ে বসেছি। জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে কাজ করছি। সংলাপ করেছি। সিইসি চিঠি দিয়েছেন তারপরও তারা আসেননি। যারা বলছেন সুষ্ঠু ভোট করতে আমাদের সদিচ্ছা নেই, এটা অমূলক।
রাশেদা সুলতানা বলেন, আমরা কী এমন করেছি যে, আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না। অনেককে বলতে শুনেছি, আমরা নাকি লোক দেখানো কাজ করছি, এর কোনো ভিত্তি নেই। তিনি বলেন, দেশে নির্বাচন হতে হবে। এটা সংবিধানের মূল কাজ। সেই অনুযায়ী আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, আমাদের কাজ হচ্ছে, জাল ভোটার মুক্ত, অবাধ ও উৎসবমুখর ভোট করা। এ ক্ষেত্রে জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। সবাইকে নিয়ে কাজ করছি। তারপরও আমাদের ওপর অনেকে আস্থা রাখতে পারছেন না।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এতে বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.