সম্পাদক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাতকানিয়া থানা পূজা উদযাপন কমিটির সাথে থানা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অসন্ন পবিত্র দূর্গাপূজায় আইন শৃংখলা সুষ্ঠ রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়, সমূহ সকল ধরনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তাবৃন্দ।

বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ পুলিশ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ শিবলী নোমান। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাঃ আবুল কালামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত।

এছাড়াও অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক শ্রী আশুতোষ চক্রবর্তী ও সদস্য সচিব শ্রী সৈকত পালিত (রাসেল), ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ছৈয়দ ওমর।

সভায় প্রধান অথিতি সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শিবলী নোমান আসন্ন শারদীয় দূর্গাপূর্জায় করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়াদি সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মতামত গ্রহণ করতঃ একটি সুন্দর ও সফল পূজা উদযাপনের নিমিত্তে সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ/ সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে সনাতন ধর্মের পবিত্র ধর্মীয় উৎসব দূর্গাপুজার সম্ভাব্য যাবতীয় সমস্যাকে মাথায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে পুজা উদ্যাপন করতে পারে তার জন্য দিনরাত ২৪ ঘন্টা সাতকানিয়া থানা পুলিশ সুপরিকল্পিতভাবে সজাগ ও সতর্ক থাকবে। তিনি প্রত্যেকটি পুজা মন্ডপের নেতৃবৃন্দকে যে কোন সমস্যা আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রক্ষা করে সমাধানের আহ্বান জানান।

সাতকানিয়া উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গা পুজায় শান্তি শৃংখলা বজায় রেখে নির্বিঘ্নে পুজা উদযাপনে তাদের সুচিন্তিত মতামত সহ বিভিন্ন পরামর্শ প্রদান করে আইন শৃংখলা বাহিনীর সহযোগীতা কামনা করেন। সভায় সাতকানিয়া উপজেলা পুজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাতকানিয়া থানার পুলিশের পরিদর্শক ও সহকারী পরিদর্শকগন উপস্থিত ছিলেন।