
নিউজ ডেস্ক:
সিকিমে লোনক হ্রদের মেঘভাঙা বৃষ্টির জলধারা তিস্তায় মিশেছে। তিস্তার উপচে পড়া পানিতে ডুবে গেছে বিপুল এলাকা। ২৩ সেনাসদস্য নিখোঁজ।
সিকিম এখন সড়কপথে ভারতের অন্য রাজ্য থেকে বিচ্ছিন্ন। কারণ, উত্তর সিকিমের লোনক হ্রদে ক্লাউড বার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি হয়েছে। তারপর লোনকের জল গিয়ে পড়েছে তিস্তায়। তিস্তায় জল ভয়ংকরভাবে বেড়ে গেছে।
তিস্তা তারপর অনেকগুলি সেতু ভেঙেছে। জলে ভেসে গেছে বাড়ি, গাড়ি। অন্তত ২৩ জন সেনার খোঁজ পাওয়া যাচ্ছে না। তিস্তার জলের তোড়ে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ভেসে গেছে। তারপরই বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম।
সিকিম এবং উত্তরবঙ্গে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়িতে তিস্তার পাশ থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সেনার ইস্টার্ন কমান্ডের তরফ থেকে জানানো হয়েছে, ''লাচেন উপত্যকায় সেনা ছাউনি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাম জলাধার থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে। ফলে জলস্তর ১৫ থেকে ২০ ফুট উঁচু হয়ে গেছে।''খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.