ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান ও শাহজাহান চৌধুরী সহ গ্রেফতার রাজনৈতিক নেতা-কর্মী,আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম সাতকানিয়া থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে থানা জামায়াতের নেতৃত্বে সাতকানিয়া বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, অবৈধ ও অনির্বাচিত সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দেশের জনগণ পরিবর্তন চায়,এই সরকারের হাত থেকে মুক্তি চায়। এই সরকারকে বিদায় নিতে হবে।
টালবাহানা না করে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় জনগণই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন নিশ্চিত করবে।
এ সময় বক্তারা আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান শাহজাহান চৌধুরী সহ গ্রেফতার রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

