
বিনোদন ডেস্ক:
'জেলার'-এর সাফল্যের ধারা অব্যাহত রয়েছে, এবং রজনীকান্তের নতুন সিনেমায় অমিতাভ বচ্চন তারকা তালিকায় রয়েছেন, যদিও তার ১৭০তম ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি।
১৯৯১ সালে ‘হাম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় রজনীকান্ত ও অমিতাভকে। নতুন সিনেমাটি কবে মুক্তি পাবে, তা জানা যায়নি।
টিজে গানভেলের 'জয় ভীম' ২০২১ সালের পুরস্কার জিতেছে। গানভেল রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের সাথে ফাহাদ ফাসিল, রানা দুগ্গাবতী এবং মঞ্জু ওয়ারিয়ার অভিনীত একটি নতুন চলচ্চিত্রের পরিকল্পনা করেছে।
একজন মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে রজনীকান্তকে সমন্বিত করে সত্য গল্পের উপর ভিত্তি করে নির্মিত ভারতীয় চলচ্চিত্রটি ভারতীয় সিনেমার সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল হতে চলেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.