
আব্দুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জ এর উদ্যোগে শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অদ্য ৮ অক্টোবর '২৩ রবিবার সকাল ১০ ঘটিকায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসার মিলনায়তনে বোর্ডের সভাপতি মাওলানা শামসুল হক ছাদী সাহেবের সভাপতিত্বে বোর্ডের সেক্রেটারি মুফতী আব্দুল হক সাহেবের সঞ্চালনায় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল- হাইয়াতুল উলয়া লিল জামিয়াতুল ক্বওমিয়া বাংলাদের কো-চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা সাজিদুর রহমান, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেব, মুফতী সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা তাহমিদ মওলা, মাওলানা শাহ নজরুল ইসলাম, উমেদন নগর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুরুল হক,মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা তাফহিমুল হক, মাওলানা আবুল ফজল, মাওলানা নজীর আহমদ,মাওলানা আয়ূব বিন সিদ্দিক, মাওলানা ফয়জুল করীম প্রমুখ।
দ্বীনি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সিরিয়াল ও মুমতাযপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং এ বোর্ডে অন্তর্ভুক্ত মাদরাসাগুলো বেফাক বোর্ডেও মুমতায প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.