ওমর ফারুক
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীট কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষীকা ইমা বেগম এর যুগল জীবনে পর্দাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার(৮ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় কুতুবআলী একাডেমির হল রুমে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবিদুর রহমানের পরিচালনায়, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাওহিদ আহমদ এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, সহকারী শিক্ষক মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষীকা খালেদা বেগম, ফাতিমা বেগম, ইমা বেগম, আমিনা রহমান, হালিমা আক্তার, রেমি বেগম সহ উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দগন বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা ইমা বেগম এর ভুয়সী প্রশংসা করে বলেন , ক্ষমা করো,ধৈর্য ধরো,হোক সুন্দররত বিদায়ের ক্ষণ, যেতে নাহি দিতে চাই, তবুও যেতে দিতে হয়, কাঙ্ক্ষিত সুন্দর স্বপ্নীল জীবনের জন্য শুভেচ্ছা ও শুভ কামনা জ্ঞাপন করেছেন কুতুবআলী একাডেমির পরিবারবর্গ। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সহকারী শিক্ষীকা ইমা বেগম কে বিভিন্ন রকম ছবি চিত্র একে উপহার সরুপ প্রদান করা হয়েছে।

