
বিনোদন ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ অক্টোবর। সারাদেশে একযোগে ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আর ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এই ঘোষণা দেন। বাংলাদেশের থিয়েটার মালিকরা অধীর আগ্রহে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বায়োপিক 'মুজিব: শেপার অব এ নেশন' মুক্তির অপেক্ষায় রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।
প্রসঙ্গত, আরিফিন শুভ ছাড়া এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের জনপ্রিয় শতাধিক শিল্পী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.