ওমর ফারুক

নুরুল কবির, চট্টগ্রাম:

পুরো পৃথিবীর মুসলিমরা তাকিয়ে আছে আমাদের পবিত্র স্থান আক আকসার দিকে। আমি ফিলিস্তিন নিয়ে একটি শব্দও লিখিনি। কারণ হয়তো আমার পোস্টে কেউ একমত হতে পারবেন না, সবার মতের বিরুদ্ধে আমার লিখাটা গুরুত্বহীন হবে,তারপরেও আমার মনের কথাটা বলেই ফেললাম।


আরাকানের মোজাহিদ নামের কিছু মুসলিম ভাই,অতর্কিত বার্মার সেনা ক্যাম্পে হামলা করে বার্মার আট সৈন্যকে হত্যা করল। সমস্ত মুসলমান মাশাল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবর বলে শ্লোগান তুলল।আরকানের মুজাহিদরা জেগেছে, এবার বার্মায় খবর আছে বলে তুলকালাম করলেন।


পারিনাম কি হল? একটি সুসজ্জিত ঐতিহাসিক ঐতিহ্যময় আরকান রাজ্য চিরদিনের জন্য হাতছাড়া হয়ে গেল। আচ্ছা লাভ কার হল? বার্মায় সেনা ক্যাম্পে যারা হামলা করল,তারা কারা? ওরা ছিল বার্মা সরকারের  সাজানো নাটক,আরকান দখলের উপযুক্ত ইস্যু।


ইরাক দখল করল কুয়েত,একটা স্বাধীন দেশ কি এভাবে দখল করতে পারে? কেউ সেদিন কুয়েতের পক্ষে যান নি।সাদ্দামকে বাহাবা দিলেন,বাগদাদ হবে আমেরিকার কবরস্থান বললেন,বিজয় নিশ্চিত বললেন,পৃথিবীর সবচাইতে ঐতিহ্যবাহী নগরী বাগদাদ মুছলমানের কবরস্থান হল। কোরবানির দিন,সাদ্দামকে কতল করল।সবাই ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন পড়লাম।।সাদ্দাম হোসাইনকে শাহাদাতের মর্যাদা দান করার দোয়া করলেন।হারালাম ইরাক।


আজকে ৭৫ বছর ধরে জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলিম ভাইরা,কোন মুসলিম রাষ্ট্র এগিয়ে আসেনি। এখন পারমানবিক অস্ত্রধারী বিশ্বের ২০ নং শক্তিধর রাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে আমার প্রানপ্রিয় ফিলিস্তিনের হামাসের সাথে। আপনারা সবাই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। তাই হওয়া দরকার।


আজকে এক নিউজে দেখলাম, ইসরায়েলের সেনা প্রধান হামাসের হাতে বন্দী, তেলাবিব অচল, ইসরায়েলের অনেক রাজ্য হামাসের দখলে। এই নিউজ গুলো জলন্ত মিথ্যাচার।
আচ্ছা ইসরাইলের সেনা প্রধান গ্রেপ্তার, কি করে বিশ্বাস করলেন। হামাস একটি সুসজ্জিত স্থলবাহিনী, তাদের কি বিমান আছে। হিজবুল্লাহর কি বিমান আছে? মিসাইল বিধংসি অস্ত্র আছে? ইসরায়েলের বিমান হামলা কিভাবে ঠেকাবে?


এখন কিছু ইউটিভার মুসলমানদের রক্ত নিয়ে ধান্ধা করছে, বেশী আশা করবেন না,বেশী কষ্ট পাবেন ফিলিস্তিনের বিজয় নিশ্চিত বললে,সবাই ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন,মিছিল করছেন।


এভাবে কি বিজয় আসে? ফিলিস্তিনের আসল খবর কি জানেন? ফিলিস্তিনে লাশের বন্যা বয়ে দিচ্ছে ইহুদিরা, গাজায় মুহু মুহু বিমান হামলা চলতেছে,লন্ডভন্ড করে দিচ্ছে ফিলিস্তিন। মিথ্যা বিজয়ের উল্লাস না করে,পৃথিবীর মুসলিম রাষ্ট্রের এম্বাসাডরদের কাছে যান,মুসলিম রাষ্ট্রগুলোকে বুঝান,ইরান, সৌদি আরব,তুরস্ক, মিশর,জর্দান একহলেই ২৪ ঘন্টায় ধুলিষ্যাত হবে ইসরায়েল।


আজকের ঘটনা দেখেন, ফিলিস্তিনি সাংবাদিক সালাম মেমা, তার স্বামী এবং তাদের ৩ সন্তান সবাই আজ গাজায় ইসরায়েলি বিমান বোমা হামলায়  নিহত হয়েছেন।

বাচ্চাদের লাশের মনে মতো মিছিল দেখেন।আপনারা মুসলিম এম্বেসিতে গিয়ে,অনুরোধ করেন।ইয়া আল্লাহ ফিলিস্তিন মজলুমদের প্রতি রহম করুন।