
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন একজন সাদা মনের মানুষ তাই ময়মনসিংহের ফুলপুর থানায় যোগদান করার পর থেকেই অনেকটাই কমেছে, চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক সরবরাহকারী, ইভটিজিং, বাল্যবিয়ে, কয়েক বছরে জমি সংক্রান্ত বিরোধ, কিশোর গ্যাং সহ নানা অপরাধ। ধর্ষণ, খুন, যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত আসামীদের খুব অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করেছেন । উদ্ধার করেছেন নানা অসহায় মানুষের অর্থ। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ফুলপুরের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই সাদা মনের মানুষ । তেমনি সকল কৃতিত্বের পাশাপাশি পেয়েছেন স্বীকৃতি ও নানান সম্মাননা স্মরক।
আজ ১২ অক্টোবর রোজ বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত আইজিপি কার্যালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, অতিরিক্ত আইজিপির হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করেন।
এই সাদামাটা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, স্যারের কাছ থেকে বিশেষ পুরস্কার পাওয়া, চাকরি জীবনের একটি অসাধারণ মুহুর্ত।মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামী গ্রেফতার করায় এ বিশেষ পুরস্কার। তিনি আরো বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম স্যারের নিকট, যার নির্দেশনায় গত এক বছরে পাঁচ জন যুদ্ধাপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। এছাড়াও অশেষ ধন্যবাদ ফুলপুর থানা পুলিশের সকল সদস্যদের।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.