সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির সদস্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১২ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি ডিগ্রী কলেজ মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬ ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের জন্য ২৫০ জন পুরুষ ও ১৪২ মহিলা মোট ৩৯২ জন সদস্য দায়িত্ব পালনের জন্য যাচাই-বাছাই করা হয়েছে।

ভূরুংগামারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃআব্দুর রাজ্জাক,উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলাম, প্রশিক্ষিকা হোসনে আরা বেগমসহ উপজেলার আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন