
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ মাঠে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ,এমজেএসকেএস এর আয়োজনে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,প্রেজেক্ট কো-অর্ডিনেটর, সিএনবি প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান,ইয়ুথ লীড টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, এসআরএইচআর টেকনিক্যাল অফিসার রাধা রানী রায় প্রমূখ। খেলায় ফুলবাড়ীতে হাদিকা ফুটবল দল একাদশ কে হারিয়ে নাওডাঙ্গা ইউনিয়ন যুব সংগঠন কিশোরী ফুটবল দল একাদশ বিজয় অর্জন করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.