
রিপন কান্তি গুণ, নেত্রকোণা সদর প্রতিনিধি:
নেত্রকোনা পৌর শহরের বড়বাজার সিলভার পট্টি এলাকার একটি ইলেকট্রনিক দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৩২ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ মিঠুন চৌধুরী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বড়বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মিঠুন ইলেকট্রনিক ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করতেন। আটক হওয়া মিঠুন চৌধুরী জেলা সদরের বলাইনগুয়া এলাকার মনোরঞ্জর চৌধুরী ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই মিঠুন ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়বাজারে অবস্থিত আমিনুল ইসলাম ক্রোকারিজ মার্কেটে তার ইলেকট্রনিক পণ্যের দোকানে অভিযান চালিয়ে দোকানের গোপন কক্ষে লুকিয়ে রাখা ৬টি ক্যারেটে থাকা ১৩২ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ পাওয়ার পর এসব মদ জব্দ করে গ্রেফতার করা হয় মিঠুনকে।
তিনি আরও জানান, 'দীর্ঘদিন ধরে মিঠুন ইলেকট্রনিক ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিল।' এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, 'এই মাদক ব্যবসার সাথে অর্থ জোগান দাতা কেউ আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।'
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.