সম্পাদক

আলামিন হোসেন, ঝিনাইদহ সদর প্রতিনিধি:

ঝিনাইদহের সদর পবহাটি এলাকা থেকে নবুওয়াত হোসেন নামের তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার রাতে শহরের পবহাটি সৃজনী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নবুওয়াত হোসেন মাগুরা সদর উপজেলার রাউতাড়-আলাইপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ওসি শরিফুল ইসলাম জানান, ২০১৪ সালে নারী নির্যাতন মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি নবুওয়াত দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। তিনি ওই এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে গতরাতে সেখানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহকারী উপপরিদর্শক এখলাছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবুওয়াতকে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।