
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
কর্ণফুলীর নদীর শাহ আমানত সেতুর উপরে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- মীর হোসেইন রবিন (৩০), মো মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম , সাহেবা(২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২) আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, বাসটি মইজ্জারট্যাকের গোলচত্বর টোল বক্স পার হতেই পেছনের চাকা ফেটে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝখানে উলটে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুইজনের অবস্থা গুরুতর।দুর্ঘটনার কারণে অনেকক্ষণ ধরেই সেতুতে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে গাড়িটি সরিয়ে নেয়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.