সম্পাদক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী সদর-১ আসনের আওয়ামিলীগ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আলী হোসেন শিশির আজ ১৪ই অক্টোবর (শনিবার) বিশাল শোডাউন নিয়ে নরসিংদী সদরের বিভিন্ন ইউনিয়নে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করেছেন।
প্রায় ৩ শতাধিক মটর সাইকেল ও অর্ধশতাধিক প্রাইভেটকারে নেতাকর্মীদের নিয়ে এই শোডাউন দেওয়া হয়।এতে অংশগ্রহণ করেন,নরসিংদীর আওয়ামীলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের মানুষ। বেলা ১২ টায় মাধবদী পৌরসভা হতে নরসিংদী পৌরসভা হয়ে করিমপুর ও দিলারপুরে শোডাউন করা হয়,প্রত্যেক এলাকার সাধারণ মানুষের হাতে আওয়ামীলীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়,এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট চাওয়া হয়,একই সঙ্গে আলহাজ্ব আলী হোসেন শিশির যেন আগামী সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনের আওয়ামিলীগের এমপি হয়ে নির্বাচন করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়।
পরবর্তীতে শেখ হাসিনা সেতু,(নাগরিয়াকান্দি ব্রীজে) এসে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দুপুরের খাবার খাওয়ানো হয়।দুপুরের খাবারের পর পুনরায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করতে করতে মাধবদীতে এসে শোডাউন সমাপ্তি হয়।
এর আগেও সরকারের উন্নয়ন চিত্র তুলেধরে,পাইকারচর, মহিষাসুড়া,নুরালাপুর,কাঁঠালিয়া, শিলমান্দী ইউনিয়ন ও মাধবদী পৌরসভায় ধাপে ধাপে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ সহ জনসংযোগ করছেন নরসিংদী সদর-১ আসনের আওয়ামিলীগ মনোনয়ন প্রত্যাশী তরুণ এ প্রার্থী আলহাজ্ব আলী হোসেন শিশির।

