
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে শনিবার জোহরের নামাজের পর ময়মনসিংহের ফুলপুর বাস স্ট্যান্ড মসজিদ থেকে তৌহিদী জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ মিছিলে ইত্তেফাকুল উলামা, হেফাজতে ইসলাম, উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, বিভিন্ন মসজিদের মুসল্লী ও ধর্ম প্রিয় তৌহিদী জনতা অংশ নেন। মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ইহুদি ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে শ্লোগান দেয়া হয় এবং সারাবিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করার আহবান জানানো হয়। মিছিলের নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন (দাঃ)।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হযরত মাওলানা একে এম জালাল উদ্দিন, ছনকান্দা বাজারের পেশ ইমাম, আমুয়াকান্দা মসজিদের পেশ ইমাম সহ স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ইহুদীবাদি অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনী মুসলমানদের উপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলায় মানবিক বিপর্যয় ঘটেছে। পানি, বিদ্যুৎ খাবার ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধও। ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.