সম্পাদক
মো. সেলিম মিয়া ,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি নির্বাচিত হওয়ায় বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রাজ্জাক ‘কে ফুলবাড়ীয়ার মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৪ (অক্টোবর) শনিবার বিকাল ৪ টায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হক সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, সহ-সভাপতি মুমিনুল ইসলাম হযরত, অ্যাড. আব্দুল কুদ্দুস, অ্যাড.দুলালসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ, সামাজিক, রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ সময়ে বক্তারা প্রবীণ রাজনীতিবিদ অ্যাড. আব্দুর রাজ্জাক’কে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পদায়ণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানের সঞ্চালনায় করেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক নুরুল ইসলাম নুরু ।

