
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসকে অবশ্যই উপড়ে ফেলতে হবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোন পথ অবশ্যই পাওয়া যাবে। “এই মুহূর্তে গাজায় ইসরায়েলি দখলদারিত্ব সমর্থন করেন কিনা” এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটা হবে একটি “বড় ভুল”।
বাইডেন যুক্তি দিয়েছিলেন যে হামাস এবং এর চরমপন্থী উপাদানগুলি সমগ্র ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না এবং তিনি বিশ্বাস করেন যে ইসরায়েলের গাজা পুনরুদ্ধার করা একটি ভুল পদক্ষেপ হবে। হামাসের সাম্প্রতিক হামলাকে "শয়তানের কাজ" বলে উল্লেখ করে প্রেসিডেন্ট বিডেন গাজায় প্রবেশের এবং চরমপন্থীদের অপসারণের জরুরিতার ওপর জোর দিয়ে বলেছেন, ইসরাইল যুদ্ধের নীতি অনুযায়ী কাজ করবে।
তিনি যুক্তরাষ্ট্রের জিম্মি হওয়া নাগরিক যারা এখনো জীবিত আছে তাদের “মুক্ত করতে” সম্ভাব্য সব কিছুই করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।মার্কিন পররাষ্ট্র দপ্তর ১৩ জন আমেরিকান নাগরিককে হামাসের জিম্মি হিসাবে নিখোঁজ নিশ্চিত করেছে। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নৃশংসতা থামানো এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা।”
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.