সম্পাদক

মোঃ নিজামুল ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

আজ ১৬ অক্টোবর রোজ সোমবার দিনাজপুর জেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন খানসামা রক্তদান গ্রুপের মতবিনিময়-আলোচনা সভা ও মাস সেরা ডোনেটকারী পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আরাফাত হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মোবাশ্বের আলম সবুজ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম ও রমজান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল রায় ও অর্থ সম্পাদক আসিফ ইসলাম। আরো উপস্থিত ছিলেন ছিন্টু শাহ্,তৌফিকুজ্জামান, ধ্রুব কুমার, মুসা মোহাম্মদ, সাইদি ইসলাম,মোস্তাকিম, মিঠুন রায়,রিফাত ইসলাম,লাবিব ইসলাম,রাফিয়া ইসলাম পৃথি, আক্তারিনা আক্তার, সানজিদা সুমাসহ প্রমুখ।