সম্পাদক

আব্দুল হামিদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৩নং সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ডিমলা বিজয় চত্বরে। ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ সরকারের সভাপতিত্বে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১। এমপি তার বক্তব্যেই বলেন শেখ হাসিনার সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃভাতা শিশু ভাতা প্রতিবন্ধী ভাতা সহ টিসিবির মাধ্যমে তেল চিনি পিয়াজ চাল ডাল খেজুর সর্বঅল্প মূল্যে বিক্রয় করছে। এবং ডিমলা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করেন।

অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখা, বাবু নীরেন্দ্রনাথ রায় ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা, ফেরদৌস পারভেজ যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য,ডিমলা, বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক ভূঁইয়া ডিমলা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হাবিব সরকার সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ডিমলা উপজেলার বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তি বর্গ।

বিশেষ অতিথি তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরে বলেন শেখ হাসিনার সরকার ডিমলা সহ সারা দেশে অসহায় অস্বচ্ছল হত দরিদ্র বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করে দিয়েছে যদি বাংলাদেশের আরো উন্নয়ন চাইলে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন।