
মোঃ রওশন আলম, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
দেশের প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই সেন্টার স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে ২৮ টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন ও ৬৫ টি কমিউনিটি আই সেন্টার এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে সাঁথিয়া বেড়া গণমানুষের নেতা বাংলাদেশ মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি মহোদয় সহ আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব মোঃ হাসান আলী খান এডভোকেট আসিফ রঞ্জন বেড়া পৌরসভা ও সভাপতি বেড়াও উপজেলা আওয়ামী লীগ ও মাহবুবুল আলম বাচ্চু মেয়র সাঁথিয়া পৌরসভা ও সভাপতি সাঁথিয়ায় পৌর আওয়ামী লীগ সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.