সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়ীতে ২৫ লিটার দুধ উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি গাভী একই সঙ্গে দুটি বাছুর জন্ম দিয়েছে। সেই গাভী ও বাছুর দেখতে পরিদর্শনের আসেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। বুধবার ১৭ অক্টোবর সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী এলাকায় প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ডেইরিপিজির সদস্য আজিজার রহমানের খামারে একসঙ্গে দুটি বাছুর জন্ম ও ২৫ লিটার দুধ দেওয়া উৎপাদন ক্ষমতা সম্পন্ন গাভীকে দেখতে পরিদর্শনে আসেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মোনাক্কা আলী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ভেটেনারি সার্জন ডাঃ মওদুদ হাসান, ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডাক্তার মাসুদ রানা উপস্থিত ছিলেন।

খামারী আজিজার রহমান জানান, ফুলবাড়ী প্রাণীসম্পদের আওতায় ডেইরি উন্নয়ন প্রকল্প প্রকল্প থেকে গাভী পালন করতেছি,আমার একটা গাভীর একই সঙ্গে দুইটি বাছুর হয়েছে এবং সে গাভীটি ২৫ লিটার করে দুধও দিচ্ছে। আমাকে প্রাণিসম্পদ অফিস থেকে সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোনাক্কা আলী জানান, ফুলবাড়ীতে একই সঙ্গে দুটি বাছুর জন্ম দেওয়া ও ২৫ লিটার দুধ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গাভীকে দেখার জন্য এসেছি। বাছুর দুইটির চেহারা ও গাভীর অবস্থা খুবই ভালো, আমরা আমাদের প্রাণিসম্পদ থেকে সাহায্য সহযোগিতা করব।