
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
ইসরাইলি পণ্য বয়কট করুন ঈমানী দায়িত্ব পালন করুন এই স্লোগানে ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে নরসিংদীর মনোহরদী উপজেলায় দখলদার ইসরাইলের অগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে সংহতি ও বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন উপজেলা ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা ।
বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা,বাংলাদেশের জাতীয় পতাকাসহ ইসরাইলের পণ্য সামগ্রী বয়কটের দাবী জানান । মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র,শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম,খতিব ও মুয়াজ্জিনদের অংশগ্রহণে উক্ত বিক্ষোভ মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে পৌর চত্বর ও মনোহরদী প্রেসক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয় । বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিপাতযাক, ইসরাইলি পণ্য, বয়কট বয়কট' ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে মুসল্লিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের শান্তি-নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনের মুসলিম উম্মাহ কে রক্ষার জন্য দেশের সেনা নিয়োজিত করার অনুরোধ করেন জানান তাদের বক্তব্যে ।
তারা বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে। বক্তারা আরও বলেন, প্রয়োজনে প্রতিটি কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক সার্বক্ষণ প্রস্তুত ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাড়ানোর জন্য ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.