সম্পাদক
শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় চন্দ্রকোনা ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল খায়রুম জেলা প্রশাসক শেরপুর। (গভর্নিং বডি চন্দ্রকোনা ডিগ্রি কলেজ) সভাপতি জনাব, সাদিয়া উম্মুল বানিন উপজেলা নির্বাহী অফিসার নকলা, শেরপুর। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ কামাল আজাদ চন্দ্রকোনা ডিগ্রি কলেজ।
আমন্ত্রিত ও বিশেষ অতিথি বৃন্দ সহ উপস্থিত ছিলেন চেয়ারম্যান জনাব কামরুজ্জামান (গেন্দু) সাবেক চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী জনাব, আলতাব আলী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)সরকারি হাজী জালমামুদ কলেজ। জনাব, মোখলেছুর রহমান (মোখলেস) সভাপতি ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগ। নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। কলেজ কর্তিপক্ষ সহ সকলের ভাষ্য মতে পূর্বে প্রতিষ্ঠানটি ময়মনসিংহ বিভাগে অনেক সুনাম অর্জন করেছে। তবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদের এইচএসসি পরিক্ষা দিতে যাওয়ায় অনেকটা সমস্যা ও দুর্ঘটনার সম্মুখীন হতে হয়! এ বিষয়ে সবাই জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।

