
মোঃ তারেক মিয়া, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শ্রীহাইল আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অদ্য ১৭অক্টোবর রোজ মঙ্গলবার শাল্লা উপজেলা ৪নং বিটে শ্রীহাইল গ্রামের আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় মেম্বার নিখিল দাস, স্কুল কমিটির সদস্য, অবিভাবক, ছাত্র ছাত্রী দের নিয়ে মাদক ও বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধ সভা আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, পরিচালনা করেন সমাজ সেবক ও জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তারেক মিয়া, বিট অফিসার এস আই জসিম উদ্দিন, স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ এগুলো থেকে বিরত থাকতে হবে। তাছাড়া উক্ত বিষয়ের কুফল নিয়ে ও আলোচনা করা হয়। বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক বিষয়ের কোন তথ্য পাওয়ার সাথে সাথে জরুরী সেবা ৯৯৯ নাম্বারসহ বিট অফিসার কে জানানোর জন্য অনুরোধ করা হয়। ছাত্রছাত্রী অবিভাবক উপস্থিত সকলে সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিট পুলিশং সভা সমাপ্ত করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.