সম্পাদক
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি গত ১৩ই অক্টোবর শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে মাধবদীর মমতা সিনেমা হলেও মুক্তি পেয়েছে সিনেমাটি,বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে সিনেমাটি আজ ১৭ই অক্টোবর মঙ্গলবার মাধবদী পৌরসভা মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকের সৌজন্যে প্রদর্শন করার ব্যবস্থা করেছেন।
পৌর মেয়রের সৌজন্যে সিনেমাটি প্রদর্শন করতে অংশগ্রহণ করেন,নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক (১) কামরুজ্জামান কামরুল, মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, নরসিংদী পৌরসভা মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু সহ মাধবদীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগের কর্মী সহ সাধারণ মানুষ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রসঙ্গে মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন , এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। এটি শুধু একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। এই সিনেমা দেখার মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে,তাই আমি সহ আমার নেতাকর্মী ও সাধারণ মানুষরা আজ এই সিনেমা দেখতে আসছি।

