সম্পাদক
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যাগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা-(২০২৩)অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন গত ১৭ই অক্টোবর বিকাল ৩ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্তের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন নরসিংদী-২ ( পলাশ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ,বিশেষ অতিথি ছিলেন ঘোড়াশাল পৌরসভা মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,জিনারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী।
এ সময় আওয়ামীলীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন চিত্র এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট চেয়ে সকল অতিথি বক্তব্য রাখেন। পাশাপাশি উপকারভোগীরাও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে তাঁদের উপকারের কথা স্বীকার করে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মুক্তিযোদ্ধা ও ইউনিয়নের সাধারণ নাগরিকগন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে খাবার খাওয়ানো হয়।

