
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী সাইফুল ইসলামকে (৩৫) কে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২ আদালত) আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের আবুল শেখের ছেলে। অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৪ সালে বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের সাইফুল ইসলামের সাথে বিয়ে হয় পাশ্ববর্তী শোলাকুড়া গ্রামের সালমা খাতুনের। বিয়ের পরে পারিবারিক বিষয় নিয়ে সাইফুল ইসলামের সাথে সালমা খাতুনের কলোহ চলে আসছিলো। সাইফুল ইসলাম সালমা খাতুনকে গালিগালাজ করতো। এরই জেরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে সালমা খাতুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। এই সুযোগে স্বামী সাইফুল ইসলাম সালমার মুখে এসিড ঢেলে মুখ মুন্ডল সহ বুকের অংশ ঝলসিয়ে দেয়। পরে তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এঘটনায় সালমার বাবা ছলেমান ফকির বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত সাইফুল ইসলামকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.