
মোহাম্মদ শাহ্ কামাল, গাইবান্ধা সদর প্রতিনিধি:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর তত্ত্বাবধানে রংপুরের পীরগাছার,চৌধুরানীতে মৃত মায়ের নামে
২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এডভোকেট রোকেয়া বেগম কিন্ডার গার্টেন স্কুল।
সোমবার (১৬ অক্টোবর ) শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে (১৫ দিনব্যাপী) এক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আধুনিক মডেল স্কুলে রূপান্তরিত করার প্রত্যয়ে অক্লান্ত পরিশ্রম ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সুন্দরগঞ্জের শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের "অবসরপ্রাপ্ত" (জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিকভাবে নিষ্ঠা ও সততায় পরিচালকের দায়িত্ব পালন করছেন মোঃ শাহাদুল ইসলাম।
এছাড়াও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর দাদার নামকরণে সুন্দরগঞ্জ উপজেলার মনিরামে প্রতিষ্ঠা করেন আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়। বর্তমানে সেটিও (জাতীয় পয্যায়ে পুরস্কার প্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নূরুল আলমের অক্লান্ত পরিশ্রমে এমপিও ভূক্ত এবং ছোঁয়া লেগেছে আধুনিকতা ও নতুনত্বের।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.