ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা শহরের ঘনবসতি আবাসিক এলাকা হারুয়ায় ছাত্রদলের এক নেতার বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাসা থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ওসির নেতৃত্বে শহরের হারুয়ার মানিক ফকিরের গলির ওই বাসায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতরের লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে পেছন দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ দেয়াল টপকে ভেতরে ঢুকে অস্ত্রের কারখানার সন্ধান পায়। এ সময় ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চায়নিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে।

