ওমর ফারুক

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে দাপুটে শুরুর মাধ্যমে উড়তে থাকা প্রোটিয়াদের মাটিতে নামালো নেদারল্যান্ডস। দ. আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ডাচরা। বৃষ্টি বিঘ্নিত দিনে নেদারল্যান্ডসের দেওয়া ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০৭ রান রান তুলতেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংসের চাকা।

প্রোটিয়ারা একটি সহজ টার্গেটের বিরুদ্ধে ব্যাট করতে লড়াই করেছিল, ৮৯ রানের ব্যবধানে পাঁচটি টপ অর্ডার ব্যাট হারিয়েছিল। ৫২ বলে ৪৩ রান করে ডেভিড মিলারের আউট হওয়া প্রোটিয়াদের জয়ের সম্ভাবনাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে।

দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য কেশব মহারাজ চেষ্টা করেছিলেন, কিন্তু প্রোটিয়ারা দুই বল বাকি থাকতেই আউট হয়ে যায় কারণ উইকেটের অপর প্রান্ত থেকে প্রতিক্রিয়া না পাওয়ায় এবং বৃষ্টির কারণে ম্যাচটি বিচ্ছিন্ন হয়ে যায়।

অবশ্য অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে ঘুরে দাঁড়ায় তারা। শেষ ইনিংসে তার অপরাজিত ৭৮ রানের ইনিংস, রোলেফ ভ্যান ডার মেরউই এবং আরিয়ান দত্ত ক্যামিওতে, ডাচরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের বিনিময়ে ২৪৫ রানের স্পিরিট গড়ে তোলে।