ওমর ফারুক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে শ্রদ্ধামিশ্রিত পুষ্পার্ঘ্যে শুদ্ধতম সজীবতার প্রতীক শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয় বাংলা চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
পরবর্তীতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-রাজনৈতিক- সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের নরসিংদীবাসী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়েও পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক।
পরে জয় বাংলা চত্বরে স্থাপিত মঞ্চে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে কেক কেটে মিস্টি মুখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামিলীগ সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন।

