ওমর ফারুক
শাহরিয়ার শাকিল, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কুতুবআলী একাডেমিতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভা চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় কুতুবআলী একাডেমির হলরুমে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষীকা ফাতিমা বেগম, খালেদা বেগম, হালিমা বেগম,ইমা বেগম,আমিনা বেগম সহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে ৫ম শ্রেণির ছাত্র নাহিদ হোসেন রিফাত, ২য় স্থান অর্জন করেছে ৫ম শ্রেণির ছাত্র হুছাইন আহমদ, ৩য় স্থান অর্জন করেছে ৫ম শ্রেণির ছাত্রী শামিমা বেগম, ৪র্থ স্থান অর্জন করেছে ৪র্থ শ্রেণির ছাত্রী নাঈমা জান্নাত, ৫ম স্থান অর্জন করেছে ৪র্থ শ্রেণির ছাত্রী খাদিজা জান্নাত মুবিন, ষষ্ঠ স্থান অর্জন করেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাহাদা শাহীদ ।
অনুষ্ঠান শেষে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন কুতুবআলী একাডেমির শিক্ষক শিক্ষীকাবৃন্দগন।

