
মো.নূর ইসলাম,শেরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা ও সাবেক কৃষিমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, এমপি নির্ধারিত সফরসূচি অনুযায়ী তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নকলায় উপস্থিত হলে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ খোরশেদ আলম।
পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় সংসদ উপনেতাকে "গার্ড অব অনার" প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, নকলা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.