
শাওন আহমেদ সা'দ ( মাধবদী-নরসিংদী প্রতিনিধি)
মাধবদী পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উৎযাপন করা হয়।
বুধবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মাধবদী পৌরসভা হলরুমে, মাধবদী শহর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম,আলোচনা সভা,দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভা মেয়র হাজী মোঃমোশাররফ হোসেন প্রধান।
এ সময় অনুষ্ঠানটিতে আরো অংশগ্রহণ করেন মাধবদী পৌরসভার সকল কমিশনার ও আওয়ামীলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.