ওমর ফারুক
হারুন শেখ, রামপাল প্রতিনিধি:
বাগেরহাট রামপাল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জাতির সূর্য সন্তান,বাঙালি জাতির রাখাল রাজা,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আদরের ছোট ভাই প্রিয় শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন সারাদেশে জাতীয় দিবস হিসেবে পালিত হয় ৷
তারই অংশ হিসাবে রামপাল উপজেলা প্রশাসন
নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস ২০২৩ পালন করে৷
উক্ত রাসেল দিবস ২০২৩ রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত রাসেল দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৷
রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৷
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৷
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম অফিসার উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী, প্রভাষক ও রামপাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল আলম বকতিয়ার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দীন,ডি বিএন লাইভ টিভি স্পেশাল ক্রাইম রিপোর্টার সাংবাদিক মোঃ ইকরামুল হক রাজিব সহ- বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজনেরা এ সময় উপস্থিত থাকেন।
শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতককের নির্মম বুলেটের আঘাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ-১৫ই আগস্ট নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷
এবং বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ১১ বছরের ছোট্ট শিশু শেখ রাসেল ঐ দিন কি এমন অপরাধ করেছিল,ছোট্ট শিশু বার বার হুংকার ছেড়ে বাবা মায়ের লাশের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে ছিল,আর বলতে ছিল আমি মায়ের কাছে যাব আমি হাসু আপুর কাছে যাব, সেদিন ওই ছোট্ট শিশুর নিকরুন আকুতি এতোটুকুও দয়া মায়া হয় নি ঐ ঘাতক, নিষ্ঠুর নরপিচাসদের হৃদয়ে৷
ছোট্ট শিশু রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর
শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়কে সামনে রেখে। সারা দেশে শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।
অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ৷

