
মোঃ রওশন আলম, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
অদ্য ১৮ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ডি.এম হাসিবুল বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসন, পাবনা কর্তৃক বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিতে জেলা পুলিশ, পাবনার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.